স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বেইজিং থেকে অনলাইনে অনুষ্ঠিত এ সভায় চীনের প্রায় ১৫০ আমদানিকারক, বাংলাদেশি রপ্তানিকারক, ব্যবসায়িক বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নেন।
রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী বক্তব্য দেন। সঞ্চালনা করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ মনসুর উদ্দিন।
বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য আমদানির ক্ষেত্রে চীনা ব্যবসায়ীদের এবং রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান।
সভায় আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, চায়না ন্যাশনাল লাইট ইন্ডাস্ট্রি কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এবং চায়না লেদার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লি ইউঝং এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |