ক্যাটাগরি

দিনাজপুরে ছেলের বাইক থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

নিহত জায়েদা বেগম (৫২) জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

নিহতের ভাতিজি সুমি আক্তার জানান, জায়েদা তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের জায়েদার বড় বোনের চিকিৎসা চলছে। পথে স্পিড ব্রেকারের ঝাঁকিতে জায়েদা রাস্তায় পড়ে যান। এ সময় পেছনে থাকা ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদর উপজেলার বালুবাড়ি এলাকায় বুধবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনায় পড়েন তিনি।

কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।