ক্যাটাগরি

ফরিদপুরে হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রী ‘চুরি’, নারী আটক

তবে ওই
নারীর দাবি, হাসপাতালটির ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস খানম তাকে এসব সামগ্রী
দিয়েছেন।

কোতোয়ালি
থানার এসআই বেলাল হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড
থেকে চিকিৎসা সামগ্রীভর্তি ব্যাগ নিয়ে বাই যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয় বলে হাসপাতাল
কর্তৃপক্ষের ভাষ্য। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

আটক ২৬
বছর বয়সী এই নারীর বাড়ি জেলার সালথা উপজেলায়।

এসআই বেলাল
ওই নারীর বরাতে বলেন, হাসপাতালটির ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস খানম তাকে
এসব চিকিৎসাসামগ্রী দিয়েছেন বলে এই নারীর দাবি। তবে বিলকিস তাকে এসব কেন দিয়েছেন, কোথায়
নিতে বলেছেন সেসব কিছু বলতে পারনেনি এই নারী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিলকিসের
মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।

হাসপাতালের
পরিচালক মো. সাইফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও
তিনি সাড়া দেননি।

এ বিষয়ে
আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই বেলাল।