বুধবার
সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গুটুদিয়া বাজারের
কাছে এ দুর্ঘটনা ঘটে বলে খর্নিয়া হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান জানান।
নিহতরা
হলেন- সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলের
চালক আবু ওসমান (৩২) এবং ডুমুরিয়া উপজেলার বাসিন্দা ভ্যানের যাত্রী আবদুল খালেক
(৪০)।
প্রত্যক্ষদর্শীদের
বরাতে ওসি বলেন, বাসটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। অন্যদিকে সাতক্ষীরার
তালা উপজেলা থেকে আবু ওসমান মোটরসাইকেলে করে খুলনার দিকে আসছিলেন। গুটুদিয়া
বাজারের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান।
এ
সময় বাসটি পাশে থাকা মোটরসাইকেল ও ভ্যান নিয়ে খাদে পড়ে যায়। মোটরসাইকেল ও ভ্যান
দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
হতাহতদের
উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে বলে জানান ওসি।