নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬
সালের জুন পর্যন্ত লিগ ওয়ানের ক্লাবটিতে খেলবেন তরুণ এই লেফট-ব্যাক। সংবাদ মাধ্যমের
খবর অনুযায়ী, ১৯ বছর বয়সী ফুটবলারকে কিনতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ হয়েছে পিএসজির।
গত গ্রীষ্মকালীন দলবদলের একেবারে
শেষ মুহূর্তে ধারে এক বছরের জন্য মেন্দেসকে দলে টেনেছিল ক্লাবটি। মাওরিসিও পচেত্তিনোর
দলের হয়ে ২০২১-২২ মৌসুমে তিনি মোট ৩৭টি ম্যাচ খেলেন, সতীর্থদের দুটি গোলে রাখেন অবদান।
পিএসজির যে চার খেলোয়াড় লিগ
ওয়ানের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে মেন্দেস একজন। পর্তুগালের হয়ে এখন
পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।