সোমবার নিউ ইয়র্কে এক সাংগঠনিক সভায় আলোচনা শেষে এ কমিটির ঘোষণা আসে।
বিদায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা রেজাউল বারি।
সভায় জানানো হয়, নতুন কমিটির অবশিষ্ট পদগুলো শীঘ্র পূরণ করা হবে। কমিটির পরিচিতি উপলক্ষে রিভার ক্রুজ অথবা বনভোজনের আয়োজন করা হবে জুলাই মাসে।
ফোরামের সভায় নেতাকর্মীরা
ফোরামের সভায় নেতাকর্মীরা
এছাড়া এবিপিসির সভাপতি নির্বাচিত হওয়ায় রাশেদ আহমেদকে ও জেবিবিএর সভাপতি নির্বাচিত হওয়ায় ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়াকে অভিনন্দন জানান নেতা-কর্মীরা।
সভায় আরও অংশ নেন ফোরামের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, হারুন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জাফরউল্লাহ, মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আমির আলী ও শামীম আকতার।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |