সাবেক সিইসিদের সঙ্গে সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন
পর্যবেক্ষক সংস্থাগুলোকেও ডাকা হবে।
বুধবার
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ৯
জুন নির্বাচন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি এবং ১২ জুন সাবেক প্রধান
নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ সূচি নির্ধারিত হয়েছে।
কাজী
হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব পেয়ে ১৩ মার্চ, ২২ মার্চ, ৬ এপ্রিল ও ১৮ এপ্রিল
যথাক্রমে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিণ্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র
সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র
সাংবাদিকদের সংলাপ শেষ করেছে।
২৫ মে
কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে কমিশন।
নতুন
কমিশনের সামনে এখন ১৫ জুনের ভোট রয়েছে।
কুমিল্লা ভোটের পর রাজনৈতিক দলের কারিগরি টিমের সঙ্গে
ইভিএম নিয়ে বৈঠকের পরিকল্পনাও চলছে বলে জানান ইসি কর্মকর্তারা।
কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, তা
এখনও ঠিক হয়নি।
ইসি
কর্মকর্তারা জানান, ৯ জুন সকালে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যাবেক্ষক
সংস্থার মধ্য থেকে ৩০ থেকে ৩৫টি সংস্থার প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে
পারে।
আর ১২
জুন সকালে মতবিনিময় সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের
সঙ্গে সাবেক ইসি সচিব ও অতিরিক্ত সচিবকেও আমন্ত্রণ জানানো হতে পারে।