বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ষোলশহর রেল স্টেশনে তারা এ কর্মসূচি পালন করেন।
পরে বেলা ১টায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে
সাক্ষাৎ করেন।
ভর্তীচ্ছু
সংগ্রাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাকালীন সময়ে আমরা পড়ালেখা করতে পারিনি। আমরা ক্ষতিগ্রস্ত এইচএসসি ব্যাচ, যারা নিয়মিত ক্লাস করতে পারিনি।
“বিভিন্ন কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানাচ্ছি।”
নিজেকে দ্বিতীয়বারের
ভর্তীচ্ছু দাবি করে রিমকাতুল রাসেদ
নামে আরেকজন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগ থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই।
“উপাচার্য অনলাইন পোর্টালে এসে বলেছেন যে উনি এ দাবির পক্ষে। আমরা জানতে পেরেছি, ডিনদের কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। দ্বিতীয়বার ভর্তির সুযোগ পেলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।
এখন ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে।”