তিনি বলেছেন, “মির্জা ফখরুল সাহেব, কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। ষড়যন্ত্রের
পথে হাঁটবেন না গণতন্ত্রের পথে হাঁটবেন? গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে
মানতে হবে।”
শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল
ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের ‘কুটূক্তির’ প্রতিবাদে বৃহস্পতিবার
জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন নানক।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
তারা লাশ চায়, লাশের রাজনীতি করে, দেশকে
অস্থিতিশীল করতে চায়। ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত
পঁচাত্তরের স্বপ্ন দেখে।
“‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’
এই স্লোগান দিয়ে শেখ
হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মনে রাখবেন মির্জা
ফখরুল সাহেব, এই বাংলাদেশে আর কোনো দিন পঁচাত্তর ঘটতে দেওয়া হবে না।”
বিএনপি আমলে ২০০৪ সালের ২১
অগাস্ট গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনা মনে করিয়ে দিয়ে নানক বলেন,
“আজকে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে
বেগম খালেদা জিয়াকে বাড়িতে এনে রেখেছেন,
চিকিৎসা দিচ্ছেন।
“তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি লন্ডনের অট্টালিকায় থাকছেন দেশের টাকা
লুট করে। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না।”
পদ্মা সেতু নিয়ে যে ‘ষড়যন্ত্র’ হয়েছিল, প্রধানমন্ত্রী তার ‘বিষ দাঁত
ভেঙে দিয়েছেন’ মন্তব্য করে নানক বলেন, আওয়ামী লীগ রাজপথকে ভয়
পায় না, এই দল রাজপথের দল।
বিএনপি ‘ফের আগুন সন্ত্রাসের’
মত পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে বলে সমাবেশে দাবি করেন আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে
বিএনপি এবং জামাতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করে, আমাদের নেতা কর্মীরা জনগণকে
সাথে নিয়ে তা প্রতিহত করবে।
“যুব
মহিলা লীগের আজকের এই সমাবেশ প্রমাণ করে আমাদের মহিলারা, আমাদের
মেয়েরাই যথেষ্ট তাদেরকে প্রতিহত করার জন্য।”
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন
হওয়ায় বিএনপি নেতাদের ‘মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন,
“মাথা খারাপ হয়ে তাদের সমালোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে
গেছে। তাদের লজ্জায় মাথা হেঁট
হয়ে গেছে। এই জন্য তারা বাংলাদেশের ভিন্ন রকমের একটা পরিস্থিতির সৃষ্টি করার
অপচেষ্টা চালাচ্ছে। যাতে যাতে মানুষের মধ্যে আজকে যে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে
আনন্দ বিরাজ করছে, সেটিকে তারা নষ্ট করতে
চায়।”
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের
সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল।