বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আতাইকুলা থানার মধুপুর এলাকার পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান।
মৃত দুই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
মাসুদ বলেন, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর থেকে মোহাম্মদ এক্সপ্রেস পরিবহনের বাসটি পাবনা যাচ্ছিল। পথে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত ২০জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান মাসুদ।