ক্যাটাগরি

মাদারীপুরে ঝুঁকিপূর্ণ স্কুলভবনে পাঠদান

পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, ভেতরে ছাদ ও দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিমে মরিচা ধরা রড বের হয়ে রয়েছে।

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের নিচতলায় ক্লাস নেওয়া হচ্ছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, ১৯৬৭ সালের নির্মিত স্কুলটি ২০১৯ সালের পিইডিবি প্রকল্পের অর্থায়নে পুনর্নির্মাণ করা হলেও কাজ অত্যন্ত নিম্নমানের ছিল।  ফলে দুই বছর যেতে না যেতেই বিভিন্ন কক্ষ, বারান্দা, সিঁড়ি, ভবনের বাইরে ও ভেতরে বিভিন্ন স্থানে পলেস্তারা ও ছাদের কিছু অংশ খসে পড়েছে।

“বর্তমানে বিদ্যালয়টিতে ৫৫৮ জন শিক্ষার্থী রয়েছে। তবে ধসের আশঙ্কায় ক্লাসে তাদের উপস্থিতির হার কমে যাচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের নিচতলায় এখনও ক্লাস নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা মন দিতে পারছে না।”

উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত দিলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন সেলিনা আক্তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশিদা খাতুন বলেন, তিনি জানতে পেরে ক্লাস করতে নিষেধ করেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

অধিদপ্তর ব্যবস্থা না নিলে কিছু করার নেই বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা র্কমর্কতা নাসির উদ্দিন।