ক্যাটাগরি

ময়মনসিংহে খেলার মাঠে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ
এলাকায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে বলে ভালুকা থানার এসআই বিল্লাল হোসেন
জানান।

নিহতরা হল ওই ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ
মিয়ার মেয়ে সাফা মারওয়া (১০) এবং পনাশাইল গ্রামের আজাহার মিয়া মেয়ে মানসুরা মীম (৯)।
তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, মাঠে খেলাধুলা
করার সময় বজ্রপাতে সাফা ঘটনাস্থলেই মারা যায়; মীম গুরুতর আহত হয়। মীমকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।