ক্যাটাগরি

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেইন

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমি-ফাইনালে ৩-১ গোলে জেতে ইউক্রেইন।

শুরু থেকে দাপুটে পারফরম্যান্সে আলো ছড়ানো দলটি ৩৩তম মিনিটে এগিয়ে যায় ইয়ারমোলেঙ্কোর গোলে। ৪৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন রোমান ইয়ারেমচুক।

এরপর ৭৯তম মিনিটে স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকগ্রেগর ব্যবধান কমালেও ম্যাচের গতিপথ বদলায়নি। যোগ করা সময়ে ইউক্রেইনের জয় নিশ্চিত করেন আর্তেম। 

প্লে-অফ ফাইনালে আগামী রোববার কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে ইউক্রেইন। এই ম্যাচের জয়ী দল পাবে কাতারের টিকেট।

প্রাথমিক সূচি অনুযায়ী, ইউক্রেইন-স্কটল্যান্ড ম্যাচটি গত ২৪ মার্চ হওয়ার কথা ছিল। তবে যুদ্ধের কারণে তখন আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে ইউক্রেইন, সাড়া দেয় ফিফা।

এই হারে ১৯৯৮ সালের পর থেকে প্রথম বিশ্বকাপে খেলার অপেক্ষা আরও বাড়ল স্কটল্যান্ডের।

১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর ইউক্রেইন বিশ্বকাপে খেলেছে একবারই। ২০০৬ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা। তাদের সামনে দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে খেলার হাতছানি।

অন্যদিকে, ওয়েলস ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার আশায় আছে।