ক্যাটাগরি

ইউক্রেইন ভূখন্ডের ২০% নিয়ন্ত্রণ করছে রাশিয়া: জেলেনস্কি

বৃহস্পতিবার সকালে লুক্সেমবার্গ পার্লামেন্টের ভাষণে জেলেনস্কি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, মস্কোর হাতে এখন প্রায় ১২৫,০০০ স্কয়ার কিলোমিটার আছে। এর মধ্যে আছে- ক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেইনের কিছু অংশ, যেগুলো রাশিয়াপন্থি বাহিনী ২০১৪ সালে দখল করেছিল।

এসব অঞ্চল মোটামুটিভাবে ইউক্রেইনের ভূখন্ডের ৭ শতাংশ। জেলেনস্কি বলেন, সম্প্রতি ১ হাজার স্কয়ার কিলোমিটারের বেশি অঞ্চল যুদ্ধের করাল গ্রাসে চলে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ১ কোটি ২০ লাখ ইউক্রেইনীয় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর তাদের ৫০ লাখেরও বেশি জন বিদেশে চলে গেছে; যাদের বেশির ভাগই নারী ও শিশু, বলেন জেলেনস্কি।

জেলেনস্কি তার ভাষণে আরও দাবি করেন, যুদ্ধে রাশিয়ার বিপুল সামরিক ক্ষতি হয়েছে। তাদের ৩০ হাজারেরও বেশি সেনা মারা পড়েছে। এই সংখ্যা ১৯৭৯-৮৯ সালের আফগান যুদ্ধের সময় নিহত হওয়া মোট সোভিয়েত সেনা এবং ১৯৯৪-২০০০ সালের দুটো চেচেন যুদ্ধে হতাহতের সংখ্যার চেয়ে বেশি।

তবে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেইন যুদ্ধে কেবল ১,৩০০ এর কিছু বেশি সেনা নিহতের পরিসংখ্যান দিয়েছে।