ক্যাটাগরি

উইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায়

২০১৮ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ।
সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ার
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন থেকে। দুটি টেস্টই আইসিসি
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচ
হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাঠটিতে এই সিরিজ দিয়ে
ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি গায়ানার জাতীয় স্টেডিয়ামে।
একই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।

আগামী রোববার ওয়েস্ট ইন্ডিজে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ সিরিজের পর দেশের মাটিতে ভারত ও নিউ জিল্যান্ডের
বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই দুই সিরিজের সূচিও প্রকাশ করা হয় বুধবার।