ক্যাটাগরি

উৎপাদনশীলতা পুরস্কার পেল আহমেদ ফুড

রাজধানীর সোনারগাঁও হোটেলে গত ২৯ মে কোম্পানিটিকে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।

আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ পুরস্কারটি
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে গ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিল্প মন্ত্রণালয় ২৬টি কোম্পানিকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষের
জন্য এ পুরস্কার দেয়।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী
কামাল আহমেদ মজুমদার, আহমেদ ফুডসের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং অপারেশন) নাজমুল হক
উপস্থিত ছিলেন।