ক্যাটাগরি

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

বৃহস্পতিবার সকালে সংযুক্ত আবর আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক মো. আল আমিন জানান।

আটক মঈনুল ইসলাম সাকিলের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে।

আলামিন বলেন, “সকাল ৯টায় আবুধাবি থেকে আসা ফ্লাইটটি ওসমানীতে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড়ি দেওয়ার সময় শাকিলকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। সে প্রথমে অস্বীকার করলেও পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়।“

“উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে বলে এ কাস্টমস কর্মকর্তা জানান।

তিনি বলেন, “সাকিল স্বর্ণ গলিয়ে নিয়ে এসেছেন এবং যাতে ধরা না পড়েন এ জন্য তার উপরে ইস্পাতের রং করেছেন। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে পারেননি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে।”