ক্যাটাগরি

গাছকাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হাতাহাতি, পরে দুইজনের মৃত্যু

উপজেলার শোলক গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান।

মৃতরা হলেন- শোলক গ্রামের চিত্ত দত্ত (৬২) ও তার প্রতিবেশী আব্দুল হক সরদার (৬০)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “চিত্তর বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে প্রতিবেশী আব্দুল হক সরদার একখণ্ড জমি কেনেন। মঙ্গলবার সকালে সরদারের কেনা সেই জমি থেকে কিছু গাছ চিত্ত ও তার লোকজন কেটে নিয়ে যায়।

“সন্ধ্যায় চিত্তর কাছে সরদার গাছ কাটার কারণ জানতে চাইলে দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়। পরে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে চিত্ত পড়ে যান।”

চিত্তর ভাই শঙ্কর দত্তের ছেলে দুর্জয় দত্ত বলেন, “চাচাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে চাচার মৃত্যুর খবর পেয়ে সরদারও অসুস্থ হয়ে পড়েন।

“কিছুক্ষণ পর তাকে ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সরদারকেও মৃত ঘোষণা করেন।”

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। তারা ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, “মৃত্যুর আগে দুইজনই বাকবিতণ্ডা ও হাতাহাতি করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে।”

দুইজনের লাশ আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান আর্শাদ।