ক্যাটাগরি

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের প্রাণদণ্ড

বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত চাঁন মিয়া ওরফে চান্দুর (৫২) বাড়ি কাশিয়ানী উপজেলার তিতাগ্রামে।

রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। চান মিয়া পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু জানান। 

মামলার বিবরণে বলা হয়, গত ২০১৫ সালের ১৬ মে তিতাগ্রামের মো. কামাল হোসেন নিজ গ্রামের মো. ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানী থেকে ফিরছিলেন। পথে চাঁন মিয়া ও তার সঙ্গীরা কামালের রাস্তা আটকে তাকে এলোপাতাড়ি মারধর করে।

এক পর্যায়ে কামালকে বুকে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা কামালকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কামালের বাবা মো. শাহাদাৎ ফকির বাদি হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১৯ এপ্রিল আদালতে অভিযাগপত্র দাখিল করেন। মামলার বাদি থানা ওই অভিযোগপত্রে না রাজি জানান।

পরে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই’র এসআই এমদাদুল হক গত ২০২০ সালের ১৮ মে ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন। 

বাকিদের অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের খালাশ দেওয়া হয়েছে।