ক্যাটাগরি

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী কলেজছাত্র নিহত

নিহত সেতু সাহা  (২২) বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বগুড়ার ধুনট উপজেলার অফিসারপাড়া গ্রামের স্বপন সাহার ছেলে তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান।

ওসি বলেন, দুটি মটরসাইকেলে সেতুসহ চারজন বগুড়া থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন। বগুড়া-জয়পুরহাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেতু মারা যান।

পুলিশ রাজু আলী (২২) নামে এক ট্রাকচালককে আটক করেছে বলে জানান ওসি।