বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামের বাল্কহেড ডুবির এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার এসআই মো. মনির জানান।
নিখোঁজ মিলন মোল্লা (২৩) বাকেরগঞ্জ উপজেলার গাড়রিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।
এসআই বলেন, নদীতে জোয়ার থাকায় বুধবার রাতে বালুবোঝাই বাল্কহেড আবু সালেহ-২ তীরে নোঙ্গর করে রাখে শ্রমিকেরা। পরে চার শ্রমিক বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে পড়ে। ভোরে নদীতে ভাটার সময় বাল্কহেডটি ডুবে যায়।
এ সময় তিন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও সুকানি নিখোঁজ হন।
বাল্কহেডের শ্রমিক নাসিরুল বলেন, “ফজরের আজানের সময় বাল্কহেড কাত হয়ে পানি উঠতে শুরু করলে প্রথমে সুকানি মিলন টের পায়। এ সময় সে সবাইকে ডেকে তোলে। ততক্ষণে বাল্কহেডটি অর্ধেক ডুবে যায়।
“এ সময় সবাই তারা নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক ওই সময়, মিলন কিছু একটা আনতে ইঞ্জিন রুমে যায়। তার ঠিক পরপরই বাল্কহেডটি ঢুবে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি তল্লাশি করে বলে জানান তিনি।