পাবনার ঈশ্বরদী সুগারক্রপ
গবেষণা কেন্দ্রে বৃহস্পতিবার বিকালে লিচু মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য
করেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি ব্যবসায়ে
অনৈতিকভাবে বাজার দখলের কারণে সাময়িক প্রভাব পড়েছে। সরকার ধান ও চালের বাজার
নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
মূল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রী
বলেন, করোনাভাইরাসের কারণে সার-কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন
খরচ বেড়েছে। ইউক্রেইন বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য সরবরাহকারী দেশ। যুদ্ধের
প্রভাবে তা বন্ধ থাকায় বিশ্বব্যাপী মূল্য বেড়েছে।
“দাম কিছুটা বাড়লেও দেশে
খাদ্যের কোনো ঘাটতি হবে না,” যোগ করেন মন্ত্রী।
কৃষকদের ভাগ্য পরিবর্তনে কৃষিপণ্যের
বাণিজ্যিকীকরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষিপণ্যকে অর্থকরী ফসলে পরিণত করতে
হবে। স্থানীয় চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে হবে। লিচু,
আমসহ দেশীয় ফলমূল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সরকারি ও বেসরকারি উদ্যোগে কারখানা
গড়ে তোলা হবে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি
আয়োজিত লিচু মেলা অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস সভাপতিত্ব
করেন।
অনুষ্ঠানে কৃষক উন্নয়ন সোসাইটির
সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজসহ স্থানীয় বর্তমান ও সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ
নেতা ও প্রশাসনের কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন।