ক্যাটাগরি

নবীনদের বরণ করে নিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার ঢাকার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়টির
ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর
শ্রেণীতে প্রায় এক হাজার শিক্ষার্থীকে বরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে
বিশ্ববিদ্যালয়টি।

অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের
শিক্ষা কার্যক্রমের পাশপাশি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া
হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
সৈয়দ মঞ্জুর এলাহী।

বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা
ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
আরও বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান।