বিসিবির
পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত
বাড়ানো হয়েছে মিনহাজুলের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ। এখানে তার সঙ্গী অন্য দুই নির্বাচক
হাবিবুল বাশার ও আব্দুল রাজ্জাক।
নির্বাচক
কমিটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে এ দিনের সভায়। নির্বাচক কমিটিতে যোগ
করা হবে আরও দুজনকে। তিন সদস্য থেকে বেড়ে কমিটি হবে তাই পাঁচ সদস্যের।
২০১১
সাল থেকে বিসিবি নির্বাচক কমিটিতে আছেন মিনহাজুল। ২০১৬ সাল থেকে সাবেক এই অধিনায়ক দায়িত্ব
পালন করছেন প্রধান নির্বাচকের।
বৃহস্পতিবার
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বললেন, নির্বাচক হিসেবে নতুন কাউকে খুঁজে পায়নি বোর্ড।
“আমি
বারবার বলছিলাম যে নাম নিয়ে আসো, প্রস্তাব দাও কারা হতে পারে (নির্বাচক)… আজকের সভায়ও
কেউ কারও নাম প্রস্তাব করতে পারেনি। এমন কাউকে পায়নি যাকে এখানে নিয়ে আসতে পারে। সেজন্য
ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে প্রস্তাব করা হয়, যারা আছে, তাদের মেয়াদ বাড়াতে। সামনের
বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওরা থাকবে। এর মধ্যে আমরা কিছু একটা করব।”
নির্বাচক
কমিটির আকার বড় করার কারণও ব্যাখা করলেন নাজমুল হাসান।
“এখন
এত খেলা, বয়সভিত্তিক পর্যায়ের যে খেলাগুলো হয়, জাতীয় দলের খেলাই ওরা দেখে শেষ করতে
পারে না, এত খেলা… এজন্য তিন জনের সঙ্গে আমরা আরও দুজনকে অন্তর্ভুক্ত করব। এই সিদ্ধান্ত
আমরা নিয়েছি।”