বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৭১২ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি দেশটিতে প্রায় এক মাসের মধ্যে শনাক্ত হওয়া দৈনিক রোগীর সর্বোচ্চ সংখ্যা। মুম্বাইয়ে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণেই এমনটি হয়েছে।
বুধবার রাতে শহরটি ৭৩৯ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। অথচ মাত্র দুই দিন আগেই শহরটিতে ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছিল।
ওই রাতে মহারাষ্ট্র রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক জোশি টুইটারে বলেন, “মুম্বাইয়ের গ্রাফ প্রবণতা মৃদু ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নিরব ঢেউ দেখাচ্ছে।”
নগরীটির পৌর কর্তৃপক্ষ তাদের দৈনিক কোভিড-১৯ প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কম আর বুধবার শনাক্তদের ৯৬ শতাংশ উপসর্গবিহীন।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি সাংবাদিকদের বলেছেন, “হাসপাতালে রোগীর সংখ্যা বাড়েনি। লোকজন বাড়িতেই কোয়ারেন্টিনে থাকছে আর সেখানেই সুস্থ হয়ে উঠছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”
২০২১ এ মহামারীর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হওয়া শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম, কিন্তু ভালোভাবে সংকট সামাল দিয়ে শহরটি প্রশংসিত হয়েছিল।
মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে ৪ কোটি ৩০ লাখেরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে আর তাদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে।