ক্যাটাগরি

মোবাইলে কথা বলতে বের হয়ে ফিরল লাশ হয়ে, হত্যার অভিযোগ

তসলিমার স্বজনদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান।

তসলিমা ওই গ্রামের ইজিবাইক চালক আলম মণ্ডলের স্ত্রী ছিলেন।

ওসি বলেন, “তসলিমা মোবাইল ফোনে কথা বলতে বাড়ির বাইরে যায়। এরপর সে দীর্ঘসময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ের বাড়ির পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্বজনরা।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, তমলিমার স্বজনরা তাদের কাছে অভিযোগ করেছেন যে, মিজানুর নামের এ প্রতিবেশীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে তিনি এ ঘটনা ঘটাতে পারেন।

লাশ উদ্ধারের সময় তসলিমার মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে ওসি মঈন জানালেও হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত পারেননি তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।