ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ঘটনার
খবর পেয়ে পুলিশের ত্বরিত প্রতিক্রিয়ায় আরও অনেকের ক্ষতিও ঠেকানো গেছে, বলেছে তারা।

তুলসা
পুলিশের উপপ্রধান এরিক ডালগ্লেইস সাংবাদিকদের জানান, গুলির খবর পাওয়ার ৩ মিনিটের মাথায়
পুলিশ সেইন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌছায় এবং নাতালি ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দকে
অনুসরণ করে।  

কর্মকর্তারা
৫ মিনিট পর আহত ও সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে ডালগ্লেইসের বরাত দিয়ে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সন্দেহভাজন
বন্দুকধারীর পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ, তার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলে অনুমান
করা হচ্ছে।

 

(বিস্তারিত
আসছে)