ক্যাটাগরি

রাশিয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে: জার্মান অর্থমন্ত্রী

জার্মানির আইনপ্রণেতাদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে হাব্যাক বলেন, ‘‘রাশিয়ার অর্থনীতি ধসে পড়ছে। পুতিন এখনও অর্থ পাচ্ছেন বটে….তবে সময় রাশিয়ার পক্ষে নয় বরং এটি রাশিয়ার বিপক্ষে কাজ করছে।”

রাশিয়ার জ্বালানির উপর জার্মানি দারুণভাবে নির্ভরশীল। জার্মানি এখন ওই নির্ভরশীলতা হ্রাস করতে চাইছে। এজন্য দেশটিকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, বলেছেন অর্থমন্ত্রী হাব্যাক।

পশ্চিমা নিষেধাজ্ঞার মূল উদ্দেশ রাশিয়ার অর্থনীতিতে আঘাত করা এবং জার্মানি এ লক্ষ্য পূরণে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, জার্মানি গত মার্চ মাসে রাশিয়ার তাদের রপ্তানি ৬০ শতাংশ কমিয়ে এনেছে। এপ্রিলে সেটা আরো দ্রুত কমে যাবে।

রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা অনুসরণ করছে এমন মিত্র দেশগুলো মিলে গত কয়েক মাসে রাশিয়ায় রপ্তানি ৫৩ শতাংশ কমিয়ে এনেছে।

নিষেধাজ্ঞার কারণে মস্কো তাদের যুদ্ধ সক্ষমতা ধরে রাখতে অপরিহার্য কিছু অংশে প্রবেশাধিকার হারিয়েছে বলেও জানান হাব্যাক।

বলেন, ‘‘যেমন ধরুন, বিমান চলাচল বিষয়ক নিরাপত্তা আপডেট তারা পাচ্ছে না। যার ফলে শিগগিরই তাদের উড়োজাহাজগুলোকে মাটিতে বসে যেতে হবে।”