ক্যাটাগরি

সপ্তাহ শেষে ডিএসইতে যোগ হল ২১৪ পয়েন্ট

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক
ডিএসইএক্স ১৮ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে এ সপ্তাহে ২১৩ দশমিক ৫৫ পয়েন্ট সূচক বেড়েছে দেশের
প্রধান এ পুঁজিবাজারে। আর টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকল সূচকটি।

গত ২৫ মে সূচক ছিল ৬ হাজার ১৮৭ পয়েন্টে; এর পর টানা ছয় কার্যদিবসে যোগ হয়েছে ২৬৩ দশমিক ৮৮ পয়েন্ট। বৃহস্পতিবার সূচক হয়েছে
৬ হাজার ৪৫১ দশমিক ৫৩ পয়েন্ট।

এর আগে বিশ্ববাজারে
অস্থিরতা আর ডলারের দাম চড়ে যাওয়ার খবরে আতঙ্কের মধ্যে ক্রমাগত দরপতন হয় দেশের
পুঁজিবাজারে।

শেয়ার বিক্রির হিড়িকে গত ৯
মে থেকে ২২ মে আট লেনদেন দিবসে টানা পতন ঘটে সূচকে। সেই আট দিনে ডিএসই সূচক হারায়
৫৫৫ দশমিক ৪০ পয়েন্ট বা ৮ দশমিক ২৯ শতাংশ।

এরপর ডিএসইতে ২৩ মে ১১৯
পয়েন্ট সূচক বাড়লেও পরের দুই দিন কমে। তারপর থেকে বাড়তে
থাকে সূচক।

ঢাকার বাজারে এদিন ৮৭৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে,
যেখানে আগের দিন এর পরিমাণ ছিল ৭৪৩ কোটি ১২
লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ১৭৯টির দর বেড়েছে, ১৪৬টির কমেছে এবং ৫৫টির
দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ দশমিক ৭২ পয়েন্ট
হয়েছে।

আর ডিএস৩০ সূচক দশমিক শূন্য
দশমিক ১৭ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৩৫৫ দশমিক ৬৮ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লি., আইপিডিসি, জেএমআই
হসপিটাল, ওরিয়ন
ফার্মা, শেফার্ড
ইন্ডাস্ট্রিজ, বিএসসি, বিডিকম, রিং শাইন
টেক্সটাইল, ফু
ওয়াং ফুড ও জিএসপি ফাইন্যান্স।

দাম বাড়ার শীর্ষ ১০

আরামিট সিমেন্ট, পেনিনসুলা চিটাগাং, বিডি কম, রিং শাইন
টেক্সটাইল, এএফসি
এগ্রো, প্রাইম
লাইফ, ইস্টার্ন
লুব্রিকেন্টস, অগ্নি
সিস্টেম, শেফার্ড
ইন্ডাস্ট্রিজ ও প্রগ্রেসিভ লাইফ।

দর হারানোর শীর্ষ ১০

তমিজউদ্দিন টেক্সটাইল, সমরিতা হাসপাতাল, ফার্মাএইড, এবি ব্যাংক, ফারইস্ট
ফাইন্যান্স, সিভিও
পিআরএল, রিপাবলিক
ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক ও এটলাস বাংলাদেশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)
এদিন সূচক ও লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার এ বাজারে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১০২টির কমেছে এবং ৪২টির
দর অপরিবর্তিত রয়েছে।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক সিএএসপিআই ৭০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৯১ পয়েন্ট।

এদিন এ বাজারে লেনদেন হয় ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৯ লাখ
টাকার।