সংস্থাটি বুধবার এক বিবৃতিতে স্বাস্থ্য খাতে
সমস্যার দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের জন্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ-নির্ণয়
কেন্দ্রগুলোর সেবার মান পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণে একটি নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ গঠনের
দাবি জানিয়েছে।
বেসরকারি চিকিৎসাসেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ
নিয়ে টিআইবির সাম্প্রতিক গবেষণার উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
বলেন, “অভিযান শুরুর মাত্র একদিনের মাথায় বিপুল সংখ্যক নতুন লাইসেন্স ও নবায়নের আবেদন
জমা পড়ায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে যে যথাযথ তদারকির অভাব ছিল, তা প্রমাণিত হয়েছে।“
এর আগে বিশেষ
এক অভিযানে তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৮৮২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এগুলো লাইসেন্স নিয়ে পুনরায় কার্যক্রম শুরু
করতে পারবে বলে জানানো হয়।
৩ দিনে বন্ধ হল ৮৮২ ক্লিনিক-ডায়াগনস্টিক
মানহীন হাসপাতালও বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী
টিআইবি নিয়মিতভাবে এ জাতীয় অভিযান পরিচালনার পাশাপাশি জমা পড়া আবেদন যথাযথভাবে
যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন ও নবায়ন
দেওয়ার আহবান জানিয়েছে।
রিজেন্ট হাসপাতালের উদহারণ দিয়ে টিআইবির নির্বাহী
পরিচালক বলেন, “বিনা লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ স্বাস্থ্যসেবার নিয়ম-নীতি
ভঙ্গ করে যেসব প্রতিষ্ঠান এতদিন কার্যক্রম পরিচালনা করেছে, সেসব প্রতিষ্ঠানের মালিকানার
সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে।”
একই সাথে এসব কর্মকান্ডকে যারা বিভিন্নভাবে
সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন তিনি।