ক্যাটাগরি

কেরাণীগঞ্জে নিয়ন্ত্রণহারা অটোরিকশা লরির নিচে, নিহত ৫

উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া
এলাকার সার্ভিস সড়কে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে লরির
ভিতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবজাল হোসেন
জানান।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার নাঈম (২৫),
বাগেরহাটের তমাল (১৮), চাঁদপুর জেলার জুনাইদ (২৩), সামাদ (২০) ও জনি (২৮)।

শুক্রবার দুপুরে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে যাচ্ছিল। লরিটি
একটি ভেকু মেশিন নিয়ে বিপরীত দিক থেকে আসছিল। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির
নিচে চলে যায়। 

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত
দুইজনকে ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

লাশ শুক্রবার সকালে পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, লরি ও অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। এ
ব্যাপারে মামলা হবে।