বৃহস্পতিবার বিকালে কার্যালয়ের
তৃতীয় তলার ছয়টি কক্ষে আগুন লাগে বলে দুদকের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামরুজ্জামান
জানান।
ফায়ার সার্ভিসের দুটি
ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও তিনি জানান।
কামরুজ্জামান জানান, বিকাল
৫টায় অফিস ছুটির পর বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী বেরিয়ে যান। পৌনে ৬টার দিকে হঠাৎ তৃতীয়
তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
“ফায়ার সার্ভিস সদস্যরা
দরজার তালা এবং জানালার কাচ ভেঙে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু
ততক্ষণে আগুনে মূল্যবান ফাইল ও কাগজপত্র পুড়ে যায়।”
কামরুজ্জামান বলেন, দুদকের
পরিচালক মঞ্জুর মোরশেদ এবং উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ প্রশিক্ষণে বর্তমানে দেশের বাইরে
রয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিসের
পরিদর্শক আজিজুর রহমান জানান, আগুনে ছয়টি কক্ষের ফাইলপত্র পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত
কীভাবে হয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি।