ক্যাটাগরি

খেলতে খেলতে খাদের পানিতে, দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো দিঘলদী
গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও মুক্তার মিজির ছেলে হামজালা (৩)।

ওই গ্রামের বাসিন্দা
আল আমিন বলেন, মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই এক সঙ্গে খেলাধুলা করে। দুই
শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ওই সময় তারা বাড়ির ওঠোনে খেলছিল। এক পর্যায়ে
বাড়ির সকলের অগোচরে তারা খাদের পানিতে পড়ে যায়।

“খোঁজাখুঁজির এক পর্যায়
খাদ থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের
মৃত ঘোষণা করেন।”

জেনারেল হাসপাতালের
চিকিৎসক অনিমেষ চক্রবর্তী বলেন, দুই শিশুকে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্ষার
এই মৌসুমে পরিবারের আরও সচেতন হওয়া উচিত।

মতলব দক্ষিণ থানার
ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা অবগত নই। এসব
বিষয়ে কোনো অভিযোগ না থাকলে থানায় কেউ মামলা করে না।