গ্রেপ্তার আশিকুল ইসলাম (৩৪) দারোগারহাট এলাকার হাজী নসু মালুম
মসজিদের মুয়াজ্জিন, তিনি বাঁশখালী উপজেলার সরল বাজার এলাকার হাবীবুল আলমের ছেলে।
ওই ঘটনায় মেয়েটির বাবা মামলা করার পর চট্টগ্রামের সদরঘাট থানা
পুলিশ বৃহস্পতিবার রাতে দারোগারহাট রোড এলাকা থেকে আশিকুলকে গ্রেপ্তার করে।
সদরঘাট থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, দারোগারহাট রোড এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী তিন মাস ধরে অসুস্থ
বোধ করছিল। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও সুস্থ না হওয়ায় স্থানীয় এক ব্যক্তির
পরামর্শে বৃহস্পতিবার তাকে আশিকুলের কাছে নিয়ে যান তার বাবা।
চিকিৎসার নামে ‘ঝাঁড়ফুক’ করানো মোয়াজ্জেম মেয়েটিকে দেখেই বলেন,
তাকে ‘জিনে’ ধরেছে এবং দ্রুত চিকিৎসা করা না হলে আগামী তিন দিনের মধ্যে তার মৃত্যু
হবে। খরচ বাবদ মেয়েটির বাবার কাছে ২১ হাজার টাকাও দাবি করেন তিনি।
ওসি জানান, মেয়ের চিকিৎসার জন্য তার বাবা ১০ হাজার টাকা দেন আশিকুলকে।
সেদিন বিকালে দারোগারহাট এলাকায় মেয়ের বাসায় ঝাঁড়ফুক শুরুর পর মোয়াজ্জেম বলেন, ঘরে
একা রেখে জিন তাড়াতে হবে।
“এক পর্যায়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটির ওপর যৌন নিপীড়ন
শুরু করে আশিকুল। বিষয়টি বুঝতে পেরে মেয়ের বাবা স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।”
এরপর পুলিশ গিয়ে আশিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মেয়ের
বাবা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।