ক্যাটাগরি

চবি ছাত্রলীগ নেতাকে মারধরের মামলায় দুইজন গ্রেপ্তার

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

গ্রেপ্তাররা হলেন- হাটহাজারী থানার বখতিয়ার ফকির বাড়ি এলাকার জালাল উদ্দীন জোবায়ের (৩০) এবং বলিটিলা গ্রামের মো ইমন (২৪)।

র‌্যাব কর্মকর্তা নুরুল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস- ভিএক্স নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় এবং সাবেক নেতা রাশেদ হোসাইন মটরসাইকেলে করে ক্যাম্পাসে ফেরার সময় হামলার মুখে পড়েন।

“সে সময় মদনফকির মাজার এলাকায় ওঁৎ পেতে থাকা জালাল ও ইমনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে।

“তারা প্রদীপের দিকে এক রাউন্ড গুলিও ছোড়ে এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।”

র‌্যাব জানায়, ঘটনার পর প্রদীপের ছোট ভাই হাটহাজারী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপন চলে যায়। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় পুরনো বেশ কয়েকটি মামলা রয়েছে।

হামলার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছিল ছাত্রলীগের একাংশ। তাতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

পরে দুপুরের দিকে মো. হানিফ নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ প্রত্যাহার করে নেন ছাত্রলীগ নেতাকর্মীরা।