ক্যাটাগরি

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৪, আহত ৩০

বিবিসি জানায়, ট্রেনটি অনেক শিক্ষার্থী বহন করছিল। মিউনিখে যাওয়ার পথে তিনটি বগি লাইনচ্যুত হয়। কি কারণে এ দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

শুক্রবার ট্রেনটি মিউনিখের উদ্দেশে গার্মিশ-পারতেনকিয়েন ছেড়ে যাওয়ার পরপরই (১১:১৫ জিএমটি) দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে আছে।

গার্মিশ-পারতেনকিয়েনের স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৬০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে পরে জার্র্মান কেন্দ্রীয় ‍পুলিশের মুখপাত্র স্টিফান জানান, এটি আসলে ট্রেনের যাত্রীদের সংখ্যা।

সাংবাদিকদের তিনি বলেন, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে।