ক্যাটাগরি

সাতক্ষীরায় সাড়ে ২৪ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক, যাচ্ছিল ‘ভারতে’

শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিলগুলো জব্দ করা হয় বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান।

বিশ্বজিৎ বলেন, “ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রক পিল একটি ট্রাকে করে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে খবরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে কার্টনে রাখা ২৪ লাখ ৬৪ হাজার সরকারি জন্মনিয়ন্ত্রণ পিল (মায়াবড়ি) উদ্ধার করা হয়।”

উদ্ধার করা পিলগুলো বাজারমূল্য প্রায় আট লাখ টাকা বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় সদর থানার এএসআই মনির হোসেন বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।