ক্যাটাগরি

আগামী বছর আসছে ‘ফাইনাল ফ্যান্টাসি ১৬’

স্কয়ার এনিক্স
বৃহস্পতিবার গেইমটির নতুন ট্রেইলার ভিডিও পোস্ট করেছে প্লেস্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গেইমের লড়াইয়ের কিছু দৃশ্য রয়েছে সেখানে।

ট্রেইলার বিশ্লেষণ
করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রিমেক’-এর মূল চরিত্র ক্লাউড
আর তার সঙ্গীদের লড়াইয়ের দৃশ্যগুলোই মনে করিয়ে দিচ্ছে ট্রেইলার ভিডিও।

নতুন ট্রেইলারে
বেশ কয়েকটি রহস্যময় ‘আইকনস’ চরিত্রও আছে। ফাইনাল ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজের আগের দানবীয়
চরিত্রগুলোর সঙ্গে মিল রয়েছে এ চরিত্রগুলোর।

গেইমপ্লে ভিডিওতে
আরও আছে ‘ডমিন্যান্টস’। এই ডমিন্যান্টসদের সঙ্গে বন্ধুত্ব অথবা লড়াই করাই সম্ভবত গেইমের
গল্পের কেন্দ্রে থাকবে।

সিরিজের আগের
গেইমগুলোর ট্রেইলারের সঙ্গেও লক্ষণীয় পার্থক্য রয়েছে ‘ফাইনাল ফ্যান্টাসি ১৬’ ট্রেইলারের।
আগের গেইমগুলোর ট্রেইলারে আশাবাদী আবহ থাকলেও, নতুন গেইমটির ট্রেইলারে ফ্যান্টাসি অ্যাকশন
ঘরানার উত্তেজনার আবহই বেশি।

গেইমটির প্রথম
ট্রেইলার মুক্তি পেয়েছিল ২০২০ সালে। সেখানেও ‘রক্তারক্তি’ কম ছিল না।

ফাইনাল ফ্যান্টাসি
সিরিজের নতুন গেইমটি পরিচালনা করছেন পরিচালক নাওকি ইয়োশিদা। এর আগে ‘ফাইনাল ফ্যান্টাসি
১৪’-এর প্রযোজক ছিলেন ইওশিদা। ভক্ত ও গেইমারদের প্রশংসা কুড়িয়েছিল ইওশিদার প্রযোজনা।

মাঝে ব্যতিক্রম
ছিল ‘ফাইনাল ফ্যান্টাসি ১৫’। সমালোচকদের নেতিবাচক রিভিউয়ের জন্যই বেশি পরিচিত গেইমটি।

এর আগে ২০২২ সালের
বসন্তে ‘ফাইনাল ফ্যান্টাসি ১৬’ মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছিলেন ইওশিদা। কিন্তু মহামারীর
কারণে গেইমটির মুক্তির দিন অন্তত ছয় মাস পিছিয়ে গেছে।

‘ফাইনাল ফ্যান্টাসি
১৬’ নির্মাণ করা হয়েছে ‘প্লেস্টেশন ৫’- এক্সক্লুসিভ টাইটেল হিসেবে।