ক্যাটাগরি

এক সপ্তাহ পর ঢাবিতে ঢুকে ভর্তীচ্ছুদের ফুল দিল ছাত্রদল

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে
১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’
ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

পরীক্ষা শেষ হওয়ার আগ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটকের
সামনে অবস্থান নেন ছাত্রদলের একদল নেতা-কর্মী।

ভর্তীচ্ছুরা পরীক্ষা শেষে
কেন্দ্র থেকে বের হতে শুরু করলে ছাত্রদলের
নেতাকর্মীরা মিছিল নিয়ে কাজী মোতাহার হোসেন ভবনের দিকে রওনা দেন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়। পরে প্রক্টরের
হস্তক্ষেপে ছাত্রদল নেতা-কর্মীদের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে যেতে দেয় পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

সেখানে পরীক্ষার্থীদের ফুল ও কলম
দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ
যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন, সদস্যসচিব আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

১৫ মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করে
ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ হয়ে ক্যাম্পাস
ছাড়েন।


ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
 

শহীদ মিনারের সামনে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
 

গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসি,
শহীদ মিনার ও দোয়েল চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগ ও
ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। হামলায় ছাত্রদলের অর্ধশত
নেতাকর্মী আহত হয় বলে দাবি করে
সংগঠনটি।

ওই হামলার প্রতিবাদে ২৬ মে ছাত্রদল
নেতাকর্মীরা হাই কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে দোয়েল চত্বরের দিকে গেলে
ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। ওই দিনের হামলায় ৪৭ জন নেতাকর্মী আহত হওয়ার কথা জানায় বিএনপির ছাত্র সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

অন্যদিকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করার অভিযোগ তুলে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করার ঘোষণা দেয় ছাত্রলীগ। পরে ছাত্রদলকে ক্যাম্পাসে আসার জন্য ক্ষমা চাওয়ার শর্ত দেয় ক্ষমতাসীনরা।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে
ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে ভর্তীচ্ছুদের তথ্যসেবা দিতে দেখা যায়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার
আহ্বায়ক আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে ছাত্রলীগের কোনো বাধা না থাকলেও পুলিশ আমাদের কর্মসূচি পালনে বার বার বাধা দেওয়ার চেষ্টা করেছিল।
আমরা তাদেরকে (পুলিশকে) বলেছি, আমরা ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে এসেছি।

“ছাত্রদল এখানে কোনো বিশৃঙ্খলা করলে আপনারা সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারেন। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে কথা বলে আশ্বস্ত করে
আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে এসেছি।“