বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে সংলাপে বসেন। বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী এ সংলাপ হয়।
বৈঠকের পর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “আমরা একমত হয়েছি বর্তমান একনায়কতান্ত্রিক সরকারকে সরানো- এটা রাজনীতিতে প্রধান অগ্রাধিকার। এটা বাস্তবায়নের জন্য করণীয় হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা। কল্যাণ পার্টি প্রস্তাবে বলেছে, যদি ২০ দলীয় জোটকে সক্রিয় করা সম্ভব না হয় যে কোনো কারণে, তাহলে আমরা যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত।
“আমরা এটাও বলেছি যে, জোটকে সক্রিয় করার কাজে অথবা জোটের মধ্যে আরও দলকে একত্রিত করতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”
২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি। বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে ইতোমধ্যে জোটের আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা আজকে একমত হয়েছি যে, এই সরকারের বিরুদ্ধে একটা কার্যকারী আন্দোলন গড়ে তুলে তাদের পদত্যাগে বাধ্য করা; এই সরকারকে একটি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা, সংসদ বিলুপ্ত করা এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন করা।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবির বিষয়ে বৃহস্পতিবারের সংলাপে দুই দল একমত হয়েছে।
গত ২৪ মে বিএনপি নাগরিক ঐক্যের সঙ্গে প্রথম সংলাপ করে। এরপর তারা বাম গণতান্ত্রিক জোট থেকে বেরিয়ে আসা গণসংহতি আন্দোলন ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথেও সংলাপ করেছে।