ক্যাটাগরি

নেশন্স লিগের শুরুতে ফোডেনকে পাচ্ছে না ইংল্যান্ড

‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে শনিবার নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির
মাঠে খেলবে ইংল্যান্ড। এরপর মঙ্গলবার মিউনিখে জার্মানির মুখোমুখি হবে ১৯৬৬ সালের বিশ্বকাপ
জয়ীরা।

ফোডেনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি শুক্রবার সংবাদ
সম্মেলনে জানান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দেশের মাটিতে ইতালি ও হাঙ্গেরির বিপক্ষে
ফিরতি ম্যাচে ২২ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়া যাবে বলে আশাবাদী কোচ।

ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ২০২১-২২ মৌসুমটা দারুণ কেটেছে
ফোডেনের। দলটির প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোলের
পাশাপাশি তার নামের পাশে অ্যাসিস্ট ১১টি।

গোল ও অ্যাসিস্ট, দুই ক্ষেত্রেই বিদায়ী মৌসুমে সব প্রতিযোগিতা
মিলিয়ে সিটির হয়ে ফোডেন ছাড়া আর কেবল দুজন দুই অঙ্কের ঘরে যেতে পারেন- কেভিন ডে ব্রুইনে
(১৯ গোল ও ১৪ অ্যাসিস্ট) ও গাব্রিয়েল জেসুস (১৩ গোল ও ১১ অ্যাসিস্ট)।