শুক্রবার
দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ও জুবীলী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে
তাদের এই সাজা দেওয়া হয়।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট
ও জুবীলী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বদলি পরীক্ষা
দেওয়ার সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেয়।
চারজনের
মধ্যে দুইজনকে এক বছর করে আর দুইজনকে এক মাস করে এই কারাদণ্ড দেওয়া হয়।
পলিটেকনিক
ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান জানান, যে দুইজনকে এক বছরের সাজা দেওয়া
হয়েছে তারা হলেন কিশোরগঞ্জের মো. পাভেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদ
(২৯)।
তাছাড়া
এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে পাবনার মো. মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমনকে
(২৯), জানিয়েছেন জুবীলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।