প্যারিসে
বৃহস্পতিবার সেমি-ফাইনালে ইতালির মার্তিনা ত্রেভিজানকে ৬-৩, ৬-১ গেমে হারান ১৮ বছর বয়সী গাউফ। মেজরে এটিই তার
প্রথম সেমি-ফাইনাল।
শেষ
চারের আরেক ম্যাচে ২১ বছর বয়সী শিয়াওতেক ৬-২,
৬-১ গেমে জেতেন রাশিয়ার ২০তম বাছাই দারিয়া কাসাতকিনার বিপক্ষে।
টানা
৩৪তম জয়ে দ্বিতীয়বারের মতো মেজরের ফাইনালে উঠলেন পোল্যান্ডের এই খেলোয়াড়।
প্যারিসে
২০২০ সালের চ্যাম্পিয়ন শিয়াওতেক এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন।
ফাইনাল
হবে আগামী শনিবার।