নিউজ ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2022 01:22 AM BdST
Updated: 03 Jun 2022 01:22 AM BdST
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে সেজে উঠেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার থেকে আড়ম্বর করে ‘প্লাটিনাম জুবিলি’ উদযাপন শুরু হয়েছে। ১৯৫২ সালে বাবা কিং জর্জের (চতুর্থ) মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এলিজাবেথ। ‘প্লাটিনাম জুবিলি’ উদযাপন করতে আগামী রোববার পর্যন্ত যুক্তরাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সামরিক কুচকাওয়াজ, পিকনিক, কনসার্টসহ নানা অনুষ্ঠান আয়োজন চলবে।
-
‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে অশ্বারোহী বাহিনীর কুচকাওয়াজ দেখছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স
-
এক ফ্রেমে ব্রিটিশ রানি এবং সিংহাসনের ভবিষ্যত উত্তরাধিকাররা। ছবি: রয়টার্স
-
ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী ডচেস অব কেমব্রিজ ক্যাথেরিন এবং তাদের তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইস বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান দেখছেন। ছবি: রয়টার্স
-
রানির শাসনের ‘প্লাটিনাম জুবিলি’ তে যুক্তরাজ্যের সাধারণ মানুষও উৎসবে মেতেছেন। ছবি: রয়টার্স
-
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনের ৭০ বছর পূর্তিতে যুক্তরাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘প্লাটিনাম জুবিলি’। নর্দান আয়ারল্যান্ডের ২ বছরের ছোট্ট মেয়ে পপি গ্লিসপি সেজেছে রানির সাজে।ছবি: রয়টার্স
-
লন্ডনে রানির শাসনের ‘প্লাটিনাম জুবিলি’ অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। ছবি: রয়টার্স
-
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘প্লাটিনাম জুবিলি’ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিমান বাহিনীর মহড়া।ছবি: রয়টার্স
-
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘প্লাটিনাম জুবিলি’ অনুষ্ঠানে ঘোড়ার গাড়িতে প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইস। সঙ্গে তাদের মা ডচেস অব কেমব্রিজ ক্যাথেরিন এবং দাদি ডচেস অব কর্নওয়াল ক্যামিলা। ছবি: রয়টার্স
-
ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ তিন উত্তরাধিকারী প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইস।ছবি: রয়টার্স
-
জনপ্রিয় রোবট আই-দার আঁকা রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে আই-দা এই ছবি একে তার ইন্সটাগ্রামে পোস্ট করেছে। ইনস্টাগ্রামে আই-দার প্রায় ৯০ হাজার অনুসারী রয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া