ক্যাটাগরি

সিরিজ ড্র কিংবা জয়ের আশায় উইন্ডিজ যাত্রা

কয়েক ভাগে ভাগ হয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। প্রথম ভাগে শুক্রবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন জয়, নাজমুল হোসেন শান্তসহ তরুণ কয়েকজন। এ দিন রাতেই রওনা হওয়ার কথা সদ্য নেতৃত্ব ছেড়ে দেওয়া ব্যাটসম্যান মুমিনুল হকের।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গতিময় ও বাউন্সি উইকেটে ভীষণভাবে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। চার ইনিংসে দলের রান ছিল ৪৩, ১৪৪, ১৪৯ ও ১৬৮। প্রথম টেস্টে হারতে হয়েছিল ইনিংস ও ২২৯ রানে, দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে।

মাহমুদুল হাসান জয় তখন খেলেন অনূর্ধ্ব-১৯ দলে। সেই সফরে তো নয়ই, আগে কখনোই ওয়েস্ট ইন্ডিজ সফর করা হয়নি তার। আগের সফরের দুঃসহ স্মৃতিও তাই তার নেই। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, নিজের প্রথম ক্যারিবিয়ান সফরে দলের জন্য ভালো কিছুর স্বাক্ষী হতে চান।

“আমি আসলে একটু রোমাঞ্চিত, কারণ এটা আমার প্রথম সফর (ওয়েস্ট ইন্ডিজে), অনূর্ধ্ব-১৯ দলে (থাকার সময়) যাওয়া হয়নি। জাতীয় দলের হয়ে প্রথম যাচ্ছি। অনেক দিন আগে যাচ্ছি আমরা, চেষ্টা করব ওখানে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো কিছু করতে।”

“সবারই প্রত্যাশা থাকে আমাদের ওপর যেন আমরা ভালো করি। আমাদের চেষ্টা থাকবে সিরিজ ড্র করার বা জেতার।”

এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণার সময়ও অধিনায়ক ছিলেন মুমিনুল। পরে কয়েকদিনের নাটকীয় ঘটনাপ্রবাহের পর অধিনায়ক এখন সাকিব আল হাসান। দলের সবচেয়ে বড় তারকার নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন জয়।

“সাকিব ভাই সবার সঙ্গে অনেক ফ্রি, অনেক উপভোগ করেন। আমরা চেষ্টা করব ওই আনন্দটা নিয়েই ওখানে ভালো কিছু করার।”

শ্রীলঙ্কা সিরিজের পর ক্রিকেটাররা ছিলেন ছুটিতে। এখনও ছুটিতে আছেন বেশ কজন। কোনো অনুশীলন ক্যাম্প তাই হয়নি। ওয়েস্ট ইন্ডিজেই প্রস্তুতি পর্ব সেরে নেওয়া হবে, বললেন জয়।

“আমরা অনেক দিন আগে যাচ্ছি। প্রথম টেস্ট ১৬ তারিখ থেকে। ওখানে গিয়ে আমরা সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ করে উন্নতি করার চেষ্টা করব।”

আগামী রোব, সোম ও বুধবার ওয়েস্ট ইন্ডিজের পথে ঢাকা ছাড়বেন দলের অন্য সদস্যরা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন থেকে অ্যান্টিগায়। টেস্ট সিরিজের পর আছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।