এক টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, “পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে, উপসর্গ মৃদু। সব ধরনের বিধিনিষেধ মেনে আমি বাড়িতে কোয়ারেন্টিনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে প্রয়োজনীয় সব ধরনের পূর্বসতর্কতা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”
এর একদিন আগে কংগ্রেস জানায়, পরীক্ষায় সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ এসেছে, তাই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রনদীপ সিং সূর্যেওয়ালা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সোনিয়ার জ্বরসহ অন্যান্য কোভিড উপসর্গ দেখা দেয়।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালসহ দলটির বেশ কয়েজন শীর্ষ নেতাও আক্রান্ত হয়েছেন, এমনটি জানা গেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।