উপজেলার
অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে শুক্রবার দুপুরে রংপুর
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ জানান।
নিহত আয়েশা
বেগম (৩৬) গ্রামের মাঈন উদ্দিনের স্ত্রী।
এএসপি বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে মাঈন উদ্দিন (৩৬) থানায় এসে জানান, তিনি তার
স্ত্রীকে হত্যা করেছেন। তারপরই পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
মাঈন উদ্দিনের
পৈত্রিক বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার বাবার নাম বশির উদ্দীন। ব্যবসায়িক কারণে দীর্ঘদিন
ধরে তিনি পীরগাছায় বসবাস করে আসছিলেন। যদিও তিনি সম্প্রতি ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন।
২৯ মে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
জিজ্ঞাসাবাদের
বরাত দিয়ে এএসপি বলেন, মাঈন উদ্দিনের সন্দেহ, তার স্ত্রী বিবাহ-বহির্ভুত সম্পর্কে জড়িয়ে
ছিলেন। এ নিয়ে তাদের সংসারে ঝামেলা চলছিল। এলাকার লোকজনও এ নিয়ে অভিযোগ করছিলেন। বৃহস্পতিবারও
এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।
“আনুমানিক
রাত ৩টার দিকে শয়নকক্ষে স্ত্রী আয়শা বেগমকে শাবল ও কুড়াল দিয়ে পেটে-শরীরে আঘাত করার
পর শ্বাসরোধে হত্যা করেন মাইনুদ্দীন। এরপর মরদেহ ঘরের মধ্যে রেখে তিনি থানায় আসেন।”
পীরগাছা
থানার ওসি সুরেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরকীয়ার কারণে নাকি অন্য
কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।“
এ ঘটনায়
মামলা হয়েছে বলে জানায় পুলিশ।