ক্যাটাগরি

হেডফোনসহ রেললাইনে বসা স্কুলছাত্রের প্রাণ গেল ট্রেনের নিচে

শুক্রবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা
ঘটে বলে দিনাজপুর জিআরপি থানার এসআই জাহিদুল ইসলাম জানান।

নিহত হৃদয় বাবু (১৫) দিনাজপুর
সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুরে বাবলু হোসেনের ছেলে। চিরিরবন্দরে নানার
বাড়িতে থেকে আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলে লেখাপড়া করত হৃদয়।

পরিবারের বরাত দিয়ে এসআই জাহিদুল
বলেন, কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। গেম
খেলার এক পর্যায়ে রেললাইনের উপরে গিয়ে বসে পড়ে। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী
পঞ্চগড় এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

দিনাজপুর থানায় অপমৃত্যু মামলা
করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।