ক্যাটাগরি

গোপালগঞ্জে আগুনে পুড়ল দোকান ঘর

উপজেলার চর গোপালপুর গ্রামে শুক্রবার রাত ২টার দিকে দোকানটি পুড়ে যায়। খবর পেয়ে কোটালীপাডা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়।

দোকান মালিক এনায়েত শিকদার বলেন, তারা দুই ভাই এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে এই মুদি দোকানটি দিয়েছিলেন। পরিবারের ছয় সদস্যর খরচ এই দোকান থেকেই চলত। হঠাৎ সব পুড়ে তারা নিঃস্ব হয়ে গেছেন।

“এখন আমরা কী করব বা কিভাবে ঋণ শোধ করব তা কিছুই জানি না “

আগুনের কারণ বলতে পারেননি তিনি।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।