শনিবার ভোর সাড়ে ৫টায় কুড়িগ্রাম পৌর শহরের জিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. শাহরিয়ার জানান।
মৃত আলম মিয়া (৫০) পাবনা জেলার নগরবাড়ী ঘাটের আমিনপুর এলাকার রাজা মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত জুয়েল রানা (৩৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ব্যাংককান্দা দোলাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তাকে পুলিশের পাহাড়ায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার এসআই জাহিদ হাসান বলেন, চিলমারী থেকে আসা বালুবোঝাই ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে।